Wellcome to National Portal
Main Comtent Skiped

Stories

ঘটনাসমূহ

অত্র উপজেলায় ইতিপূর্বে ধান/চাল ক্রয় কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো। কিন্তু বর্তমানে কৃষকের অ্যাপের মাধ্যমে ধান/চাল  ক্রয় কার্যক্রম চলমান রয়েছে।   একজন কৃষক ঘরে বসেই ধান বিক্রির আবেদন করতে পারেন। তিনি তার মোবাইলে ফোনে বরাদ্দ আদেশ দেখতে পান।  গুদামে ধান সরবরাহ করার পর ব্যাংক একাউন্টে ধানের মূল্য পরিশোধ করা হয়। এতে মিলার এবং সাধারণ কৃষকের কষ্ট লাঘব হয়েছে।